শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

ধর্মীয় জলসায় পরিবেশ রক্ষার বিষয় গুরুত্বহীন থাকে : সবুজ আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৪৬ Time View


নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের উদ্যোগে ১০ এপ্রিল সোমবার বিকাল ৪:৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে মেট্রো লাউঞ্জ রেষ্টুরেন্টে “পরিবেশ রক্ষায় ধর্মীয় নির্দেশনা : আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা আকাশকে ছাদ স্বরূপ করে দিয়েছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল-ফসল উৎপন্ন করেছেন তোমাদের খাদ্য হিসেবে।’ উল্লিখিত কোরআনের আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে, দুনিয়ার সৃষ্টি, উপায়-উপকরণ আমাদের জন্য পরম নেয়ামত। এগুলোর সংরক্ষণ, যথাযথ ব্যবহার, যত্ন ও পরিচর্যা ইমানি দায়িত্বের অংশ। আমরা যদি এই পরিবেশকে রক্ষা না করি তাহলে আমাদের জন্য বিপর্যয় অবধারিত। বলা আবশ্যক, আজ দুনিয়াজুড়ে যে বিপর্যয় ও অশান্তি তা আমাদের নিজেদেরই তৈরি।

তিনি আরো বলেন, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনুল কারিমের সুরা লোকমানের ২০ নম্বর আয়াতে ঘোষণা করেছেন এভাবে, ‘তিনি পৃথিবীর সবকিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন।
তোমরা কি দেখো না, নিশ্চয়ই আসমান ও জমিনের যা কিছু আছে  সবই আল্লাহ তায়ালা তোমাদের কল্যাণে নিয়োজিত রেখেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য-অপ্রকাশ্য নেয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন।’ সুরা আল বাকারার ২৯ নম্বর আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেন, তিনি পৃথিবীর সবকিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন।’

বাপ্পি সরদার বলেন, রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘প্রত্যেকটি পাতা মহান আল্লাহর মহিমা ঘোষণা করে।’ বৃক্ষ রোপণকে উৎসাহিত করেছেন নবী করিম (সা.)। গাছপালা, লতা-পাতা মানুষ ও জীবজন্তুর জন্য খাদ্য সরবরাহ করে, মানুষ ও জীবের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশকে দূষণমুক্ত করে। গাছপালা ঝড়-ঝঞ্চা প্রতিরোধ করে এবং মাটির ক্ষয়রোধ করে। এ প্রসঙ্গে নবীজি এক হাদিসে বলেছেন, হজরত আনাস (রা.) বলেন, ‘কোনো মুসলমান যদি একটি বৃক্ষের চারা রোপণ করে অথবা ক্ষেতখামার করে, অতঃপর মানুষ, পাখি কোনো জন্তু ভক্ষণ করে,
তা তার জন্য সদকার সওয়াব হবে।’ হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবী করিম (সা.) বলেন, যদি নিশ্চিতভাবে জানো যে, কেয়ামত এসে গেছে, তখন হাতে যদি একটি গাছের চারা থাকে যা রোপণ করা যায়, তবে সেই চারাটিও রোপন কর।

আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সাবেক ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক কুতুবী, সরকারি যানবাহন অধিদপ্তর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ  ফখরুদ্দিন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মোঃ এনায়েত কবীর, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল হক আক্কাস, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক পাঠান আজাহার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, সবুজ আন্দোলনের উপদেষ্টা অর্থনৈতিক বিশ্লেষক মেজবাউদ্দিন মোঃ জীবন চৌধুরী, এনডিএম’র সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হিরা, গণরাজনৈতিক জোটের চেয়ারম্যান সৈয়দ লিটু, প্রত্যাশার বাংলাদেশ’র চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, পাট গবেষক সরদার শামস আল মামুন, বাংলাদেশ আওয়ামী লীগ উপ—কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক, সরদার মোঃ মিজানুর রহমান, সবুজ আন্দোলনের অর্থ পরিচালক নিলুফার ইয়াসমিন রূপা, পরিচালক অধ্যক্ষ নাদিয়া নূর তনু, অভিনেতা উদয় খান, শেখ এনামুল হক রনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সবুজ আন্দোলনের মহাসচিব মহসিন সিকদার পাভেল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS