বলিউড ভাইজান সালমান খান। তিনি মানেই ব্যবসা সফল সিনেমা। আসছে ভাইজানের নতুন সিনেমা। নাম ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। এ সিনেমায় থাকছেন ‘বিগ বস’-এ অংশগ্রহণকারী শেহনাজ গিল।
তার বলিউড অভিষেকের বিষয়ে গুজব ছড়িয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত তা সত্যি হয়েছে। তাকে দিলজিৎ দোসাঞ্জের পাঞ্জাবি সিনেমায় শেষ দেখা যায়।
এই অভিনেত্রী এবার সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’-তে অভিনয় করবেন বলে জানা গেছে। ছবিতে আরও থাকছেন ভেঙ্কটেশ ও পূজা হেগড়ে। সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়। তাতে নিশ্চিত হওয়া গেল, অভিনেত্রী শেহনাজ ছবিটির শুটিং শুরু করেছেন।
ভিডিওতে শেহনাজকে দেখা যায় শাড়ি পরে শুটিংয়ের জন্য প্রস্তুত। তার পরনে ছিল গজরা।
গত সপ্তাহে শুরু হয়েছে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির শুটিং। সালমান খান সোশ্যাল মিডিয়ায় তার প্রথম লুক উন্মোচন করেছেন। সেখানে পূজা হেগড়েকে সিনেমার সেটে সালমানের আইকনিক ব্রেসলেটে দেখা গেছে।
ছবিতে আরও অভিনয় করবেন জহির ইকবাল এবং রাঘব জুয়েল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply