রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

৩০০ আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করবেন গণঅধিকার পরিষদ

মোঃ মুরাদ হোসেন
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির কথা জানিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। দলটি জানিয়েছে, তারা ৩০০ আসনে প্রার্থিতা করার চিন্তা করছে। ইতোমধ্যে সম্ভাব্য ১০টি আসনে প্রাথমিক প্রার্থীদের নাম জানিয়েছে গণঅধিকার। পর্যায়ক্রমে বাকি আসনগুলোর প্রার্থী তালিকাও প্রকাশ করবে দলটি।

প্রাথমিকভাবে ১০ আসনের সম্ভাব্য প্রার্থী যারা

গণঅধিকার পরিষদের ১০টি আসনের সম্ভাব্য প্রার্থীই দলের কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন। এর মধ্যে দলের সভাপতি ও ডাকসুর ভিপি নুরুল হক নূর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এবং সাধারণ সম্পাদক রাশেদ খান অনেক আগে থেকেই ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ড) আসনে প্রচারণা চালাচ্ছেন।

বাকি আটটি আসনের মধ্যে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর, রানীশংকইল) আসনে সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) উচ্চতর পরিষদ সদস্য ও দফতর সমন্বয়ক শাকিল উজ্জামান, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের, কুড়িগ্রাম-৩ (উলিপুর) উচ্চতর পরিষদ সদস্য নূরে এরশাদ সিদ্দিকী, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) খালিদ হাসান এবং পটুয়াখালী-১ (সদর, দুমকী ও দশমিনা) আসনের সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS